আজকের দিন তারিখ ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস লাহোরে তুষারপাত হতে পারে, কিন্তু ভারত-পাকিস্তান সিরিজ নয়: গাভাস্কার

লাহোরে তুষারপাত হতে পারে, কিন্তু ভারত-পাকিস্তান সিরিজ নয়: গাভাস্কার


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ১৫, ২০২০ , ৬:৩৩ পূর্বাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক : প্রাণঘাতী করোনাভাইরাসে ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে ভারত-পাকিস্তান সিরিজ আয়োজন করে তহবিল গঠনের প্রস্তাব দিয়েছিলেন পাকিস্তানের সাবেক স্পিডস্টার শোয়েব আখতার। এ প্রস্তাব দিয়ে শোয়েব যেন অপরাধই করে বসেছেন। ভারতের সাবেক ক্রিকেটারদের প্রতিক্রিয়া দেখলে যে কারও সেটিই মনে হবে। কপিল দেবের পর এবার ইন্দো-পাক দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজের সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন সুনিল গাভাস্কার। এ নিয়ে রসিকতাও করেছেন টিম ইন্ডিয়ার প্রথম লিটল মাস্টার। জনপ্রিয় পাকিস্তানি ধারাভাষ্যকার ও সাবেক ক্রিকেটার রমিজ রাজার ইউটিউব চ্যানেলে গাভাস্কার বলেছেন, এ মুহূর্তে লাহোরে তুষারপাত হতে পারে। কিন্তু ভারত-পাকিস্তান সিরিজ হবে না। এমনকি নিরপেক্ষ ভেন্যুতেও না। কেবল আইসিসি টুর্নামেন্টে মোকাবেলা করবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল। তবু দ্বিপক্ষীয় সিরিজের কোনো সম্ভাবনা নেই।