আজকের দিন তারিখ ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ২৫শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস লিটনের পর ফিরে গেলেন সাকিব

লিটনের পর ফিরে গেলেন সাকিব


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: অক্টোবর ২৪, ২০২১ , ৪:৫১ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক :  লিটন ফিরে গেলে নাঈম শেখের সঙ্গী হিসাবে ক্রিজে আসেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ক্রিজে এসেও ভালো কিছুর আভাস দেন সাকিব। তবে ইনিংস বড় করতে ব্যর্থ ছিলেন সাকিব। চামিকা কারুণারত্নের বলে সরাসরি বোল্ড হয়ে প্যাভিলিয়ন ফিরে যান সাকিব। আউট হওয়ার আগে এই অলরাউন্ডারের ব্যাট থেকে আসে ৭ বলে ১০ রান। দলীয় ৪০ রানে সাজঘরে ফিরে গেছেন উদ্বোধনী ব্যাটার লিটন দাস। তিনি ১৬ বলে করেছেন ১৬ রান। নতুন ব্যাটসম্যান হিসেবে মাঠে নামেন সাকিব আল হাসান। টসে হেরে ব্যাটিংয়ে নেমে বেশ ভালো শুরু দেখেছিলেন বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা। দুই উদ্বোধনী ব্যাটসম্যান নাঈম শেখ ও লিটন দাসের ব্যাটে ভর করে এগিয়ে যাচ্ছিল টাইগাররা। কোনো উইকেট না হারিয়ে ৫ ওভারে ৪০ রান করে টাইগাররা। এর পরই কুমারার বলে আউট হন লিটন।

শুভ সূচনা

বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। আরব আমিরাতের শারজাহ স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ধীর গতিতে করেন ওপেনার নাঈম শেখ ও লিটন কুমার দাস। প্রথম ওভারে বাংলাদেশ স্কোর বোর্ডে সংগ্রহ করতে পারে মাত্র ২ রান।

তবে দ্বিতীয় ওভারে হাত খুলে খেলতে থাকে লিটন দাস। দ্বিতীয় ওভারে বাংলাদেশ সংগ্রহ ৭ রান। তৃতীয় ওভারে বল হাতে আসেন দুষ্মন্ত চামিরা। এই বোলার পর পর দুটি নোল বল করায় বাংলাদেশ এই ওভারে তুলে নেন ১২ রান। তবে চর্তুথ ওভার থেকেই দারুণ খেলতে শুরু করে বাংলাদেশ।

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে আজ মাঠে নামছে বাংলাদেশ। আরব আমিরাতের শারজাহ স্টেডিয়ামে বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে বিকেল ৪টায়। এ ম্যাচটি সরাসরি দেখাবে বেসরকারি টেলিভিশন গাজী টিভি ও টি স্পোর্টস।

ইতোমধ্যে এই ম্যাচের টস সম্পন্ন হয়েছে। টস ভাগ্য ছিলো বাংলাদেশের বিপক্ষে। টস জিতে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ে পাঠিয়েছে শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা। টসের সময় লঙ্কান অধিনায়ক বলেন, আইপিএলের পর মনে হচ্ছে উইকেট কিছুটা স্লো হয়ে গেছে।

এই ম্যাচে বাংলাদেশ একাদশে একটি পরিবর্তন এনেছে টিম ম্যানেজমেন্ট। ফাস্ট বোলার তাসকিন আহমদের পরিবর্তে একাদশে প্রথম বারের মতো জায়গা পেয়েছে স্পিনার নাসুম আহমেদ।

তবে পরিসংখ্যানে বাংলাদেশের চেয়ে এগিয়ে আছে শ্রীলঙ্কা। টি-টোয়েন্টি ফরম্যাটে লঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত ১১ ম্যাচ খেলেছে বাংলাদেশ। যার মধ্যে সাতটিতে জিতেছে শ্রীলঙ্কা আর বাংলাদেশ হেরেছে চারটিতে। তবে সর্বশেষ দুই ম্যাচে জয় ছিলো বাংলাদেশেরই।

বাংলাদেশ একাদশ: লিটন দাস, নাঈম শেখ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান (উইকেটরক্ষক), শেখ মাহাদী হাসান, মোহাম্মদ সাইফুদ্দিন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কা একাদশ: কুশল পেরেরা (উইকেটরক্ষক), পাথুম নিসানকা, চরিত আসালংকা, আভিশকা ফার্নান্দো, ভানুকা রাজাপক্ষ, দাসুন শানাকা (অধিনায়ক), চামিকা করুণারত্নে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুষ্মন্ত চামিরা, লাহিরু কুমারা, বিনুরা ফার্নান্দো ফার্নান্দো।