আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস লিটন-তামিমে উড়ন্ত শুরু বাংলাদেশের

লিটন-তামিমে উড়ন্ত শুরু বাংলাদেশের


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: অক্টোবর ১৯, ২০২৩ , ৩:৫১ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক : বিশ্বকাপের চতুর্থ ম্যাচে স্বাগতিক ভারত বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন অধিনায়ক নাজমুল হাসান শান্ত। ব্যাট করতে নেমে দলকে ভালো শুরু এনে দিয়েছেন লিটন দাস ও তানজিদ হাসান তামিম। টস জিতে ব্যাট করতে নেমে দেখেশুনে খেলতে থাকেন দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও লিটন দাস। ধীরগতির শুরু করেন এই দুই ব্যাটার। প্রথম ৫ ওভার সাবধানে পার করেন তারা।
এরপর রান তোলার গতি বাড়ান তামিম-লিটন। ভারতীয় বোলারদের কোনো সুযোগ না দিয়ে রানের চাকা সচল রাখেন তারা। লিটনের চেয়ে বেশ আগ্রাসী ব্যাটিং করতে থাকেন তামিম। পাওয়ার প্লের ১০ ওভার শেষে বিনা উইকেটে ৬৩ রান সংগ্রহ করেছে বাংলাদেশ