আজকের দিন তারিখ ৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার, ২২শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন লিনিয়া আফরোজের পথ চলা…

লিনিয়া আফরোজের পথ চলা…


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ২০, ২০২১ , ১০:৩৫ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক :  লিনিয়া আফরোজ। পেশায় একজন সাংবাদিক হলেও অভিনয় এবং মডেলিংয়ের প্রতি দূবর্লতা রয়েছে তার। এরই মধ্যে বেশ ক’টি কাজও করেছে তিনি। মডেল হয়েছেন বিভিন্ন ফ্যাশন হাউসের পোশাকের। তবে মডেলিংটাকে শখ হিসেবেই নিয়েছেন তিনি।

শুধু তাই নয়, একজন সংবাদ উপস্থাপিকা হিসেবেও কাজ করে যেতে চান। এমনটাই ইচ্ছে তার। বললেন, আমি সাংবাদিকতা করছি। পাশাপাশি অভিনয়-মডেলিংটাকে শখ হিসেবেই নিয়েছি। তবে আমার রাতারাতি কিছু করার ইচ্ছে নেই। ভালো কাজ দিয়ে সম্মানের জায়গায় থাততে চাই।

আমার ইচ্ছে আছে একজন সংবাদ উপস্থাপিকা হিসেবেও প্রতিষ্ঠিত হওয়ার। পাশাপাশি মডেলিংটাও চালিয়ে যেতে চাই। এর মধ্যে অনেকগুলো কাজ করা হয়েছে। এটা আমার একটা ভালো লাগার জায়গা। আমি যেন সামনে আরো ভালো ভালো কাজ করে যেতে পারি সে জন্য সবার দোয়া কামনা করছি।