আজকের দিন তারিখ ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন লিনিয়া আফরোজের স্বপ্ন ছোঁয়ার গল্প

লিনিয়া আফরোজের স্বপ্ন ছোঁয়ার গল্প


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ২৬, ২০২১ , ১:৫৮ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে প্রতিবেদক : লিনিয়া আফরোজ। পেশায় একজন সাংবাদিক হয়েও পোশাকের মডেলিং। উপস্থাপনা। ব্যাকগ্রাউন্ড ভয়েস। সবখানেই সমান তালে ব্যস্ত সময় পার করছেন। ভালোবাসেন স্বপ্ন দেখতে। স্বপ্নের দৌড়ে ক্লান্তও কখনো পিছ পা হননি। পরিশ্রম করেছেন প্রতিনিয়ত। অবশেষে স্বপ্ন কিছুটা হলেও ধরা দিয়েছে তাকে। তবুও ক্ষান্ত হননি- ইচ্ছে আরো অনেক দূর যাওয়ার। ভবিষ্যতে একজন টেলিভিশনে সংবাদ উপস্থাপিকা হিসেবে কাজ করে যেতে চান। এমনটাই ইচ্ছে তার।

বললেন, স্বপ্ন দেখা সহজ। কিন্তু বাস্তবায়ন করা খুবই কঠিন। একটা সময় মনে হয়েছিল; জীবন হেরে যাচ্ছে; জীবনের কাছে পরাজিত হয়ে যাচ্ছি। কিন্তু থেমে যাইনি, পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি এটা যুগের পর যুগ আমরা দেখে এসেছি। এখন আমি সাংবাদিকতায় আছি। পাশাপাশি আরো ভালো কাজ করতে চাই। তবে তাড়াতাড়ি কোন কিছু করতে চাই না। আস্তে ধীরে সবকিছু নিজের মনের মত করে গড়ে তুলতে চাই। কাজ দিয়ে নিজের সম্মানের জায়গাটা বেছে নিতে চাই। মডেলিং-টা আমার বেশ পছন্দের একটা জায়গা। অভিনয়ের প্রতি দুর্বলতা বরাবরই আছে, থাকবে। যদি কখনো সুযোগ হয়; অবশ্যই ভালো অভিনয়ের মধ্য দিয়ে নিজেকে প্রকাশ করতে চাইবো। আমি বিশ^াস করি-ইচ্ছা শক্তি আর অনুপ্রেরণা থাকলে এবং পরিশ্রম করতে পারলে সবকিছুই সম্ভব এবং সব জায়গায় পৌঁছানো যায় ।