আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস লুইসের চুমুকাণ্ড: মাঠে নামবেন না ৮১ নারী ফুটবলার

লুইসের চুমুকাণ্ড: মাঠে নামবেন না ৮১ নারী ফুটবলার


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: আগস্ট ২৬, ২০২৩ , ১২:১৫ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক : জেনি হারমোসোকে সম্মতি ছাড়াই চুমু দিয়েছেন স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতি লুইস রুবিয়ালেস। বিষয়টি লুইস নিজেই নিশ্চিত করেছেন। ফলশ্রুতিতে ৮১ জন নারী ফুটবলার জানিয়েছেন, এই প্রধানকে তার পদ থেকে অপসারণ করা না হলে মাঠে নামবেন না তারা। খবর বিবিসির।
তবে সিডনিতে নারী বিশ্বকাপ ফাইনালে জয়ে আনন্দিত হয়ে জেনি হারমোসাকে চুমু দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন স্প্যানিশ ফুটবলের প্রধান লুইস। নারী ফুটবলারকে তার অসম্মতি ছাড়া চুমু দেওয়ার ঘটনায় স্প্যানিশ ফুটবলের এই প্রধানকে অপসরাণের প্রক্রিয়া শুরু করেছে দেশটির সরকার। পাশাপাশি এহেন শৃঙ্খলাবিরোধী কার্যকলাপের জন্য ফিফার পক্ষ থেকেও ব্যবস্থা নেওয়া হচ্ছে। এর আগে স্প্যানিশ ‍ফুটবল ফেডারেশনের জরুরি সভায় রুবিয়ালেসকে অপসারণের দাবি জোরালো হয়। আত্মপক্ষ সমর্থন করতে গিয়ে সভায় এই ফুটবলপ্রধান বলে ওঠেন, ‘এই অপসারণ আমার জন্য অবমাননাকর।’ তার বক্তব্য, ‘এটা স্বতঃস্ফূর্ত চুম্বন ছিল। পারস্পরিক সম্মতির ভিত্তিতেই আমি তাকে চুমু দিয়েছি। এটাই সত্য। সম্মতি নিয়ে চুমু দেওয়া নিয়ে আমাকে দোষারোপ করাটা কি ঠিক হচ্ছে? আমাকে কি এখান থেকে নিষ্কৃতি দেওয়া যায় না?’
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দীর্ঘ বিবৃতি দিয়েছেন জেনি হারমোসো। তিনি বলেন, ‘একটি কথা আমি স্পষ্ট করে বলে দিতে চাই, লুইসের সঙ্গে চুমুর বিষয়টি নিয়ে আমার কোনো ধরনের কথা হয়নি। সবচেয়ে বড় কথা, অসম্মতিতে চুমু দিয়েছেন লুইস।’ হারমোসা আরও দাবি করেন, ‘বিষয়টি (লুইসের অবস্থান) মিথ্যা এবং ঘটনাকে ভিন্নখাতে মোড় ঘোরানোর প্রচেষ্টা। আমি মনে করছি, এ বিষয়ে অভিযোগ করা উচিৎ। কেননা ক্রীড়াঙ্গন কিংবা সামাজিক- যে কোনো ক্ষেত্রেই আমি এখন কাউকে বিশ্বাস করতে পারি না। এ ধরনের যৌন হয়রানিকারী, অপেশাদার ব্যক্তি সম্মতি ছাড়া আমাকে চুমু দেওয়ার ঘটনা অত্যন্ত স্পর্শকাতর।’
তিনি বলেন, ‘লুইসের অভিযোগ অস্বীকারের বিষয়টি পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। এটা একেবারেই অগ্রহণযোগ্য, অপেশাদার আচরণ।’ স্পেনের নারী ফুটবলারদের ইউনিয়ন ‘ফুটপ্রো’ এক বিবৃতিতে সিডনিতে নারী বিশ্বকাপ ফাইনাল অনুষ্ঠানে অনভিপ্রেত ঘটনায় জেনিকে সহমর্মিতা জানিয়েছেন। তারা বলেন, ‘যতক্ষণ পর্যন্ত বর্তমান প্রধানকে (লুইসকে) অপসারণ করা না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা মাঠে খেলবো না।’
আগামী ২২ সেপ্টেম্বর নেশন্স লিগে সুইডেনের বিপক্ষে স্পেনের ম্যাচ হওয়ার কথা রয়েছে।