লোক গানের শিল্পী জানে আলম আর নেই
পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: মার্চ ৩, ২০২১ , ১০:২৮ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন
দিনের শেষে ডেস্ক : দেশের কিংবদন্তি সংগীতশিল্পী, গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক জানে আলম আর নেই। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে তিনি রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার মৃত্যুর খবরটি নিশ্চিত করে প্রযোজনা প্রতিষ্ঠান সিডি চয়েসের কর্ণধার জহিরুল ইসলাম সোহেল বলেন, এক মাস আগে তিনি করোনাভাইরাসে আক্রান্ত হন। এরপর করোনা নেগেটিভ হলেও নিউমোনিয়াসহ নানা জটিল রোগে আক্রান্ত হন। এর জন্য গত এক মাস বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
তিনি আরও বলেন, অবস্থার অবনতি হলে মঙ্গলবার জানে আলমকে লাইফ সাপোর্ট দেওয়া হয়। কিন্তু শেষ রক্ষা হলো না। আলম ভাই আমাদের একা ফেলে চলে গেলেন। চার দশকেরও বেশি সময় ধরে তিনি প্রায় সাড়ে ৪ হাজার গান সৃষ্টি করেছেন। ‘একটা গন্ধমেরও লাগিয়া’, ‘স্কুল খুইলাছে রে মাওলা‘ তার অনবদ্য সৃষ্টি।