শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লি
পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ৩, ২০২০ , ৩:২২ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব
দিনের শেষে ডেস্ক : শক্তিশালী ভূমিকম্পে কেপে উঠল ভারতের রাজধানী দিল্লি। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় আতঙ্কিত দিল্লির বাসিন্দারা বাড়ি-ঘর ছেড়ে রাস্তায় নেমে আসেন। ভারতীয় গণমাধ্যম জি নিউজ এমন খবর প্রকাশ করেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় এখনও কোন হতাহতের সংবাদ পাওয়া যায়নি।
জি নিউজের প্রকাশিত প্রতিবেদনে জানা গিয়েছে, এই কম্পনের উৎসস্থল হল দক্ষিণ-পশ্চিম গুরগাঁও থেকে ৬৩ কিমি দূরে। ৫ কিলোমিটার এলাকা জুড়ে এই কম্পন অনুভূত হয়।
ভারতের জাতীয় ভূমিকম্প কেন্দ্র বলছে, ভূমিকম্পটির কেন্দ্র হরিয়ানার গুরুগ্রাম থেকে ৬০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। সন্ধ্যা ৭টার দিকে আঘাত হানা এই ভূমিকম্পের উৎপত্তি হয়েছে ভূপৃষ্ঠ থেকে ৩৫ কিলোমিটার ভূগর্ভে।
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এক টুইট বার্তায় বলেছেন, কিছুক্ষণ আগে দিল্লিতে ভূমিকম্প অনুভূত হয়েছে। আশা করছি, সবাই নিরাপদে আছেন। এ নিয়ে গত দু’মাসে সাত বারের মতো ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লি।