আজকের দিন তারিখ ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: মার্চ ২৮, ২০২১ , ১:০০ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক : জাপানে ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৮। স্থানীয় সময় রোববার সকাল ৯টা ২৭ মিনিটে চিবা এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। শিনহুয়া নিউজ এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পটি ভূপৃষ্ট থেকে ৫০ কিলোমিটার গভীরে আঘাত হেনেছে। তবে ওই ভূমিকম্প থেকে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। কয়েক সপ্তাহ আগেই দেশটির উত্তরপূর্বাঞ্চলে ৭ দশমিক ২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পটির কেন্দ্র ছিল টোকিও থেকে ৩০৬ কিলোমিটার উত্তরপূর্বে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ৬০ কিলোমিটার। শক্তিশালী ওই ভূমিকম্পে বহু বাড়ি-ঘরের জানালা ভেঙে পড়ে এবং ফুকুশিমায় একটি ভূমিধসের ঘটনা ঘটে। জাপানের আবহাওয়া সংস্থা সে সময় জানিয়েছিল যে, ওই ভূমিকম্পটি ২০১১ সালের ১১ মার্চের ৯ মাত্রার আরেকটি ভূমিকম্পের পরাঘাত হতে পারে। ১০ বছর আগের ওই ভয়াবহ ভূমিকম্পের পর সুনামির আঘাতে জাপানের উত্তরপূর্বাঞ্চল ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল।