আজকের দিন তারিখ ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ২৫শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন শঙ্কামুক্ত পরীমনি

শঙ্কামুক্ত পরীমনি


পোস্ট করেছেন: delwer master | প্রকাশিত হয়েছে: মার্চ ২৯, ২০২২ , ১০:৪৩ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক : হালের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে গত রোববার বিকালে হঠাৎ একটি ছবি পোস্ট করে অসুস্থতার কথা জানান। সেখানে দেখা যায়, হাসপাতালে বিছানায় পরী। এরপর থেকেই চারদিকে দেখা যায় উৎকণ্ঠা। কী হলো অন্তঃসত্ত্বা নায়িকার? তার গর্ভের সন্তানের কোনো ক্ষতি হয়নি তো? পরীমনির ঘনিষ্ঠজন নির্মাতা চয়নিকা চৌধুরী নিশ্চিত করলেন, পরী আপাতত শঙ্কামুক্ত। এখন ভালো আছেন। বিপদ কেটেছে। তার গর্ভের সন্তানও সুস্থ আছে। চয়নিকা বলেন, গতকাল হাসপাতালে ছিলাম। পরীমনি এখন আগের থেকে অনেক ভালো আছে। আশা করছি তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন। সবাই ওর জন্য প্রার্থনা করবেন। তিনি জানান, শারীরিক দুর্বলতার কারণে মাথা ঘুরে হঠাৎ পড়ে যান পরীমনি। এরপর তার স্বজনেরা রাজধানীর এভারকেয়ার হাসপাতালে রোববার সকাল ১০টার দিকে তাকে ভর্তি করে। বর্তমানে সেখানেই চলছে তার চিকিৎসা। পাশে আছেন স্বামী অভিনেতা শরিফুল রাজ। সম্প্রতি মুক্তি পেয়েছে পরীমনি অভিনীত সিনেমা ‘গুণিন। এই সিনেমায় কাজ করতে গিয়ে চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে তার পরিচয়-প্রেম। গত বছরের ১৭ই অক্টোবর বিয়ে করেন তারা। এরপর গত ১০ই জানুয়ারি বিয়ে ও অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে আনেন রাজ-পরী।