আজকের দিন তারিখ ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস শতক পার করলো বাংলাদেশ

শতক পার করলো বাংলাদেশ


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ৩, ২০২১ , ২:২৫ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক :   ঠিক এক বছর পর টেস্ট খেলতে নেমেছে বাংলাদেশ। সর্বশেষ গত বছর ফেব্রুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে খেলেছিলো টাইগাররা। দীর্ঘদিন পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলতে নেমে টস জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মুমিনুল হক। এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ১০৯ রান। ব্যাটিং করছেন সাদমান-মুমিনুল। সাদমান অপরাজিত রয়েছেন ৪৬ রানে। মুমিনুল ২৪ রানে।

এর আগে টস জিতে ব্যাটিং করতে নামেন তামিম-সাদমান। শুরুতেই তামিম ইকবালের (৯) উইকেট হারায় বাংলাদেশ। ক্যারিবীয় ফাস্ট বোলার কেমার রোচের করা ইনিংসের পঞ্চম ওভারে বোল্ড হয়ে ফিরেন বাঁহাতি ওপেনার। এরপর ক্রিজে আসেন নাজমুল হাসান শান্ত।

শুরুর সেই ধক্কা সামলে বড় সংগ্রহের পথে যাচ্ছিল সাদমান-শান্ত জুটি। তবে ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে প্যাভিলিয়েনে ফেরেন শান্ত। আউট হওয়ার আগে করেন ২৫ রান। এরপর ক্রিজে আসেন টাইগার কাপ্তান মুমিনুল হক।

ওয়েস্ট ইন্ডিজের পক্ষে ১টি উইকেট নিয়েছেন কেমার রোচ। বাংলাদেশের একাদশ: তামিম ইকবাল, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম এবং মোস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজের একাদশ: ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), জন ক্যাম্পবেল, এনক্রুমাহ বোনার, জার্মেইন ব্ল্যাকউড, জশুয়া ডা সিলভা (উইকেটরক্ষক), কাইল মায়ার্স, রাকিম কর্নওয়াল, শাইনে মোসলে, জোমেল ওয়ারিক্যান, কেমার রোচ এবং শ্যানন গ্যাব্রিয়েল।