আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস, স্পোর্টস লীড শতবর্ষী শিরোপা ঘরে তুলতে চান মেসি

শতবর্ষী শিরোপা ঘরে তুলতে চান মেসি


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১৩, ২০১৬ , ৯:৪২ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস,স্পোর্টস লীড


22কাগজ অনলাইন ডেস্ক: ইনজুরির কারণে কোপা আমেরিকার বিশেষ আসরে প্রথম ম্যাচটি খেলা হয়নি আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসির। সুস্থ হয়ে দ্বিতীয় ম্যাচে পানামার বিপক্ষে নেমে মাত্র ১৯ মিনিটেই করেছিলেন হ্যাটট্রিক। সেই সুবাদে ৫-০ গোলে বড় জয় নিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে তার দল। এখন তার সামনে লক্ষ্য একটাই, আর তা হলো কোপা আমেরিকার শতবর্ষী শিরোপা ঘরে তোলা। আর সে ব্যাপারটি খেয়াল রেখে সতীর্থদের শান্ত থাকারও অনুরোধ করেছেন মেসি।

স্পেনের একটি পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে মেসি বলেন, ‘আমি আশা করি এই কোপাটি আমাদের জন্যেই। এটাকেই আমরা মনে মনে চাচ্ছিলাম কিন্তু আমাদের সকলকে শান্ত থাকতে হবে।’

ইনজুরি থেকে ফিরে গোল পেয়েও দারুণ খুশি মেসি। তিনি বলেন, ‘দলে ফিরে আসতে পেরে আমি খুব খুশি। এসেই গোল পেয়েছি। সত্যি কথা বলতে আমি সবকিছু নিয়ে খুশি।’

ইনজুরিতে থাকা অবস্থায় খেলার আশা অনেকটাই ছেড়ে দিয়েছিলেন এই বার্সা তারকা। সেই কষ্টের কথা স্মরণ করে মেসি বলেন, ‘সত্যিই খুব খারাপ লেগেছিল। মনে হচ্ছিল আমি চিরদিন এভাবেই থাকব; কারণ আমি কয়েক দিন নড়াচড়াই করতে পারিনি ঠিকমতো। ধীরে ধিরে সুস্থ হয়ে দলের সঙ্গে অনুশীলনে অংশ নিয়ে নিজেকে ফিরে পেয়েছি। আশা করছি পরের ম্যাচগুলোতেও সুস্থ থেকে ফর্ম ধরে রাখতে পারব।’