আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস, স্পোর্টস লীড শনিবার মাঠে নামছে আর্জেন্টিনা, খেলবেন মেসি

শনিবার মাঠে নামছে আর্জেন্টিনা, খেলবেন মেসি


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১০, ২০১৬ , ৬:০১ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস,স্পোর্টস লীড


1কাগজ অনলাইন ডেস্ক: জয় দিয়ে শতবর্ষী কোপা আমেরিকা শুরু করেছিল আর্জেন্টিনা। দলের সেরা তারকা লিওনেল মেসি সাইডলাইনে বসে ছিলেন। তাতেও জয় পেতে কোনো সমস্যা হয়নি। বর্তমান চ্যাম্পিয়ন চিলিকে হারিয়ে আগের আসরের ফাইনালে হারের প্রতিশোধ নিয়েছেন ডি মারিয়ারা।

এবার দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। প্রতিপক্ষ পানামা। উভয় দলের এটি দ্বিতীয় ম্যাচ। পানামা প্রথম ম্যাচে জয় পেয়েছিল। তাই এবার পয়েন্ট তালিকার শীর্ষ স্থান দখল করতে মুখোমুখি হচ্ছে দল দুটি। বাংলাদেশ সময় শনিবার সকাল সাড়ে ৭টায় শিকাগোর সোলজার স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।

পিঠের চোটের কারণে মেসি প্রথম ম্যাচে না খেলতে পারলেও শনিবার মাঠে নামবেন তিনি। তার চোট সেরে গেছে। খেলায় ফিরতে আর কোনো সমস্যা নাই। শুক্রবার আর্জেন্টিনার কোচ জেরার্ডো মার্টিনো এ কথা বলেছেন।

শিকাগোতে সাংবাদিকদেরকে মার্টিনো বলেন, ‘দলের সঙ্গে লিও স্বাভাবিক ভাবেই অনুশীলন করেছে। কোনো সমস্যা নাই। আগামী ম্যাচে সে খেলবে। কেউ যদি চোট থেকে মুক্ত হয়ে যায়, সে দলে খেলার জন্য প্রস্তুত থাকে।’

পানামার সঙ্গে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে আছে আর্জেন্টিনা। সর্বশেষ ২০০৯ সালে দল দুটি একবার মুখোমুখি হয়েছিল। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পানামাকে ৩-১ গোলে হারিয়েছিল ডিয়াগো ম্যারাডোনার শিষ্যরা।

একই দিনে অন্য ম্যাচে বলিভিয়া ও চিলি মুখোমুখি হবে। দুটি দলই প্রথম ম্যাচে হেরেছিল। এবার তাদের সামনে জয়ের সুযোগ। কোয়ার্টার ফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখতে বর্তমান চ্যাম্পিয়ন চিলির জয়ের কোনো বিকল্প নাই। এই ম্যাচে যে দল হারবে তাদের বিদায় ঘণ্টা বেজে যাবে।