আজকের দিন তারিখ ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় শরিকদের ৭ আসনের বেশি ছাড় নয় : কাদের

শরিকদের ৭ আসনের বেশি ছাড় নয় : কাদের


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ১৫, ২০২৩ , ৩:২৯ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়


দিনের শেষে প্রতিবেদক : এবারের নির্বাচনে ১৪ দলের শরিকদের ৭ আসনের বেশি ছাড় দেওয়া হবে। প্রতিদ্বন্দ্বিতা করেই জিততে হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। টিআইবির মন্তব্যে ক্ষোভ প্রকাশ করে কাদের বলেন, আমাদের দেশে যারা মুক্তবুদ্ধির চর্চা করেন, যারা মানবাধিকারের প্রবক্তা বলে দাবি করেন, এর মধ্যে একটি হলো টিআইবি। তারা বলেছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক হবে না। এবার ২৮টি নিবন্ধিত দল এ নির্বাচনে অংশ নিচ্ছে। তারপরও অংশগ্রহণমূলক নির্বাচন কেন হবে না? টিআইবির কাছে জানতে চেয়ে তিনি আরও বলেন, টিআইবি বলেছে, তফসিল ঘোষণার আগে ও পরের পরিস্থিতি বিবেচনায় অংশগ্রহণমূলক নির্বাচন বলতে যা বোঝায় তা এবারও হবে না। অংশগ্রহণমূলক নির্বাচন বলতে কী বোঝায়? আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ২৮টি নিবন্ধিত দল নির্বাচনে আসছে। বিএনপিসহ কয়েকটি দল দূরে রয়েছে। এখন বিএনপি না এলে নির্বাচন অংশগ্রহণ হবে না তার মানে কী? টিআইবি কী বিএনপির শাখা সংগঠন যে একই সুরে কথা বলছে? ওবায়দুল কাদের বলেন, ‘তারা জেনেশুনেই এটা করছে। বিএনপি ভাবাদর্শের প্রবক্তা হয়ে, অন্ধ হয়ে কেউ কেউ এমন কথা বলছে। টিআইবি উদ্ভট, উদ্ভট বিষয়ে কথা বলছে। এবারের নির্বাচনকে নিরপেক্ষতার রেকর্ড হিসেবে রাখার কথাও জানিয়ে তিনি বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি এই নির্বাচনকে আমরা সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ করে রেকর্ড রাখতে চাই। নির্বাচন হচ্ছে গণতন্ত্রের প্রাণ। নির্বাচন ব্যবস্থাকে গণতান্ত্রিক করাই আমাদের দায়িত্ব। কারণ আমরা সরকারি দল। আমরা নির্বাচনে অংশগ্রহণকারী দল নির্বাচনে আচরণবিধি মেনে চলতে হয়।’