আজকের দিন তারিখ ৪ঠা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস শরিফুল-তাসকিনের বোলিং তোপে চাপে আফগানরা

শরিফুল-তাসকিনের বোলিং তোপে চাপে আফগানরা


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ২৫, ২০২২ , ৪:৩৪ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে প্রতিবেদক : চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ৩০৭ রানের জবাবে ব্যাট করছে আফগানিস্তান। আর বড় রান তাড়া করতে নেমে শুরুতেই তিনটি উইকেট হারিয়েছে আফগানরা। দলীয় মাত্র ৯ রানের সময় রিয়াজ হাসান রান আউট হয়ে সাজঘরে ফেরেন। তাকে রান আউট করেন আফিফ হোসেন। তিনি ২ বল খেলে মাত্র ১ রান করেন। এরপর দলীয় ১৬ রানের মাথায় অধিনায়ক হাসমাতুল্লাহ শাহিদী শরিফুলের বলে মুশফিকের হাতে ধরা পড়েন। তিনি ৩ বল খেলে ৫ রান করেন।
এরপর ৩৪ রানের সময় ৯ রান করে আজমাতুল্লাহ ওমরাইজও প্যাভিলিয়নের পথে হাঁটেন। সাকিব আল হাসানের বলে স্ট্যাম্পিং আউট হন তিনি। এদিকে এর আগে লিটন দাসের অনবদ্য সেঞ্চুরির সুবাদে ৪ উইকেট হারিয়ে ৩০৬ রান তোলে টাইগাররা। লিটন ১২৬ বল খেলে ১৩৬ রান করেন। এটি তার ক্যারিয়ারের পঞ্চম ওয়ানডে সেঞ্চুরি। অন্যদিকে আফগানদের বিপক্ষে দ্বিতীয়। দ্বিতীয় সর্বোচ্চ ৮৬ রান আসে মুশফিকুর রহিমের ব্যাট থেকে। তিনি ৯৩ বল খেলে এ রান করেন। প্রথম ম্যাচের মতো অবশ্য দ্বিতীয় ম্যাচেও সুবিধা করতে পারেননি অধিনায়ক তামিম ইকবাল। তিনি ২৪ বল খেলে ১২ রান করে ফজলহকের বলের এলবিডব্লিউ হয়ে ফেরেন। তখন দলের রান ৩৮। এরপর দলীয় ৮৩ রানের সময় ৩৬ বল খেলে ২০ রান করে আউট হন।