আজকের দিন তারিখ ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস শরীফুলের জোড়া আঘাতে দুর্দান্ত শুরু বাংলাদেশের

শরীফুলের জোড়া আঘাতে দুর্দান্ত শুরু বাংলাদেশের


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ১১, ২০২৩ , ২:৩২ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে প্রতিবেদক : ইনিংসের তৃতীয় ওভারেই আফগান শিবিরে ছোবল মারেন শরীফুল। আগের ম্যাচের সেঞ্চুরিয়ানকে ইব্রাহিম জাদরানকে ফেরান মুশফিকের ক্যাচ বানিয়ে। দলীয় ৩ রানে এই জুটি ভেঙে শরীফুল তার দ্বিতীয় শিকার করেন রহমত শাহ (০)। এক ওভারে দুই উইকেট নিয়ে শুরুতেই আফগানিস্তানকে চাপে ফেলে দিয়েছেন শরীফুল। ৩ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৮ রানে ব্যাট করছে আফগানিস্তান। ক্রিজে আছেন রহমানউল্লাহ গুরবাজ ও হাশমতউল্লাহ শহীদি। বাংলাদেশ একাদশ: লিটন দাস (অধিনায়ক), মোহাম্মদ নাঈম, নাজমুল হোসেন, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম ও শরীফুল ইসলাম।
আফগানিস্তান একাদশ: রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহীদি, নাজিবুল্লা জাদরান, মোহাম্মদ নবী, মুজিব উর রহমান, ফজলহক ফারুকি, আজমতউল্লাহ ওমরজাই, জিয়া আকবর, আব্দুল রহমান।