আজকের দিন তারিখ ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ শরীয়তপুরে করোনার টিকাদান কার্যক্রমের উদ্বোধন

শরীয়তপুরে করোনার টিকাদান কার্যক্রমের উদ্বোধন


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ৭, ২০২১ , ১২:৫৮ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুরে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রবিবার সকাল ১০টায় শরীয়তপুর সদর হাসপাতালের করোনা ওয়ার্ডের চিকিৎসক ডা. সাদমান সাকিবকে টিকা প্রদানের মাধ্যমে শুরু হলো করোনা প্রতিরোধের টিকাদান কার্যক্রম। এ পর্যন্ত জেলায় ১ হাজার ৬শ ৪৩ জন নিবন্ধন করেছে।
যাদের মোবাইলে মেসেস গেছে তারা আজ করোনার টিকা দিতে পারবে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. এস এম আব্দুল্লা-আল-মুরাদ। এ সময় উপস্থিত ছিলেন শরীয়তপুরের জেলা প্রশাসক মো. পারভেজ হাসান, পুলিশ সুপার এস এম আশরাফুজ্জামান, সিভিল সার্জন ডা. এস এম আব্দুল্লা-আল-মুরাদ, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মুনির আহমেদ খান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনদীপ ঘরাই, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস সোবাহানসহ স্বাস্থ্য বিভাগ, প্রশাসন, পুলিশ বিভাগ ও সংবাদকর্মীগণ।