আজকের দিন তারিখ ৪ঠা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ শরীয়তপুরে গাছের সাথে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

শরীয়তপুরে গাছের সাথে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ১২, ২০২০ , ১২:৫৭ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


ডামুড্যা (শরীয়তপুর) প্রতিনিধি : শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলার উত্তর ডামুড্যা গ্রামের মো. রিফাত খান (২২) নামের এক যুবক গাছের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। আজ শনিবার সকালে বাড়ির পাশে কাঁঠাল গাছের সাথে ফাঁস দিয়ে ওই যুবক আত্মহত্যা করেন।
রিফাত খান উপজেলার দারুল আমান ইউনিয়নের উত্তর ডামুড্যা মো. লিয়াকত হোসেন মানিক খানের ছেলে।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে রিফাত সবার সাথে কথা বলে ঘুমাতে যান। তখন তার আচরণে অস্বাভাবিক কিছু দেখা যায়নি। সকালে রুমের দরজা খোলা দেখে খোঁজাখুঁজি করেন তার মা। পরে কাঁঠাল গাছের সাথে ঝুলে থাকতে দেখেন পরিবারের সদস্যরা।
রিফাতের মা বলেন, প্রতিদিন রিফাত অনেক বেলা পর্যন্ত ঘুমায়। আজ ফজরের নামাজ পড়ার জন্য ওঠে দেখি ওর দরজা খোলা। নামেজের সময় চলে যাচ্ছে বিধায় আমি ওজু করার জন্য ঘাটলায় যাই। গিয়ে দেখি বাবা আমার গাছে সাথে ঝুলছে।
ঘটনার সত্য নিশ্চিত করে ডামুড্যা থানা পুলিশের ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসন বলেন, ডামুড্যার উত্তর ডামুড্যায় রিফাত নামের এক যুবকের গলায় ফাঁস দেওয়া লাশ উদ্ধার করা হয়। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।