আজকের দিন তারিখ ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন শর্ত দিয়ে শহিদকে বিয়ে করেছেন মিরা

শর্ত দিয়ে শহিদকে বিয়ে করেছেন মিরা


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৭, ২০১৬ , ৫:৩৯ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


shahid-miraকাগজ অনলাইন ডেস্ক: গত বছর জুলাইয়ে মিরা রাজপুতকে বিয়ে করেন বলিউড অভিনেতা শহিদ কাপুর। পারিবারিকভাবেই তাদের বিয়ে হয়েছিল। বর্তমানে রূপকথার মতোই চলছে তাদের দাম্পত্য জীবন।

এ দিকে কয়েকদিন বাদেই মুক্তি পাচ্ছে শহিদ কাপুর অভিনীত উড়তা পাঞ্জাব সিনেমাটি। এখন এর প্রচারণা নিয়েই ব্যস্ত শহিদ। আর এ প্রচারণায় এসে একটি মজার তথ্য জানালেন এ অভিনেতা। জানালেন বিয়ের আগে মিরা তাকে একটি শর্ত দিয়েছিলেন।

তিনি জানান, মিরার সঙ্গে যখন তার প্রথম দেখা হয় তখন উড়তা পাঞ্জাব সিনেমার শুটিং করছিলেন তিনি। ওই সময় তার চুলে লাল রঙ করা ছিল। এরপর মিরা তাকে শর্ত দিয়েছিলেন বিয়ের পর শহিদ চুলে অন্য কোনো রঙ করতে পারবেন না। শুধু চুলের স্বাভাবিক যে রঙ সেটি ছাড়া। এমনকি শহিদ যেন লাল রঙের চুল নিয়ে বিয়ে করতে না যায় সেই বিষয়েও সতর্ক করেছিলেন মিরা।

আগামী ১৭ জুন মুক্তি পাবে উড়তা পাঞ্জাব সিনেমাটি। এ সিনেমায় শহিদ ছাড়াও অভিনয় করছেন আলিয়া ভাট, কারিনা কাপুর, দিলজিৎ দোসাঞ্জ প্রমুখ।