আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন শাকিবের জন্য অরিজিতের গান

শাকিবের জন্য অরিজিতের গান


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১৫, ২০১৬ , ৪:৫৯ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


Arijit-top20140813014349কাগজ অনলাইন ডেস্ক: ভারতীয় সঙ্গীতশিল্পী অরিজিৎ সিংয়ের কণ্ঠে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘আমার পরান যাহা’ চায় গানটি বেশ শ্রোতাপ্রিয়তা লাভ করেছিলো। এবার আরেকটি রবীন্দ্রসংগীত গাইলেন তিনি। তাও বাংলাদেশর সিনেমার জন্য। অরিজিত সিং ভক্তদের জন্য এ এক সুখবর বটে। প্রযোজনায় নির্মিত ‘শিকারি’ ছবির জন্য একটি গানে কণ্ঠ দিয়েছেন অরিজিৎ সিং। ছবিতে তার গানের সঙ্গে ঠোঁট মেলাবেন চিত্রনায়ক শাকিব খান।

জাজ মাল্টিমিডিয়ার সূত্র জানায়, ‘শিকারি’ ছবিতে অরিজিৎ সিং রবীন্দ্রনাথ ঠাকুরের ‘মম চিত্তে নিতি নৃত্যে তা তা থৈ থৈ’ গানটিতে কণ্ঠ দিয়েছেন। ছবিতে দেখা যাবে, ঘরোয়া একটি অনুষ্ঠানে রবীন্দ্রনাথের গানটির সঙ্গে ঠোঁট মেলাচ্ছেন শাকিব খান। এছাড়া ছবির জন্য একটি মৌলিক গানও গেয়েছেন অরিজিৎ।

জাজ মাল্টিমিডিয়া ও এসকে মুভিজের যৌথ প্রযোজনায় ‘শিকারি’ আসছে ঈদে মুক্তি পাচ্ছে। এতে প্রথমবারের মতো শাকিবের সঙ্গে জুটি বেঁধেছেন কলকাতার নায়িকা শ্রাবন্তী।

এর আগে, সম্প্রতি দীপংকর দীপনের ‘ঢাকা অ্যাটাক’ চলচ্চিত্রের জন্য গান রেকর্ডে ব্যাস্ত ছিলেন অরিজিৎ।