শাহজালালে কোটি টাকার স্বর্ণসহ যুবক আটক
পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১৪, ২০১৬ , ৪:৫৯ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়
কাগজ অনলাইন প্রতিবেদক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পৌনে এক কোটি টাকার অবৈধ স্বর্ণসহ এক যুবককে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
মঙ্গলবার (১৪ জুন) দুপুর আড়াইটার দিকে দেড় কেজি স্বর্ণসহ রিপন নামে মালয়েশিয়া এয়ারওয়েজের এক যাত্রীকে আটক করে এপিবিএন। আটক রিপন রেজার (৪১) বাড়ি মুন্সিগঞ্জ সদর উপজেলায়।
তথ্যটি নিশ্চিত করেন এপিবিএন’র এএসপি তানজিনা আকতার।
তিনি জানান, রিপন নামে মালয়েশিয়া ফেরত ওই যাত্রীর লাগেজ তল্লাশি করে স্কসটেপে মোড়ানো অবস্থায় ৬টি স্বর্ণের বার পাওয়া যায়।
তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান তিনি।