শাহজালালে সোয়া তিন কোটি টাকার মেমোরি কার্ডসহ আটক ১
পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১২, ২০১৬ , ১:১৮ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়
কাগজ অনলাইন প্রতিবেদক: ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সোয়া তিন কোটি টাকার মেমোরি কার্ডসহ একজনকে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ।
শনিবার রাতে তাকে আটক করা হয়।
আটককৃত মামুন হাওলাদার শনিবার সন্ধ্যার পর বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে হংকং থেকে বাংলাদেশে আসেন।
এরপর তার ব্যাগ তল্লাশী করে মেমোরি কার্ডসহ তাকে আটক করা হয়।
ঢাকা কাস্টমস হাউজের কমিশনার লুৎফর রহমান জানান, গতিবিধি সন্দেহজনক মনে হলে মামুনের শরীর ও সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে দুই লাখ ১০ হাজার এসডি মেমোরি কার্ড পাওয়া যায়। মামুনের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।