আজকের দিন তারিখ ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন শাহরুখ খানকে দীপিকা, কাজলের ফোন

শাহরুখ খানকে দীপিকা, কাজলের ফোন


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: অক্টোবর ৫, ২০২১ , ২:১৩ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক :  নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)-র হেফাজত থেকে মুক্তি পাননি শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। ৭ অক্টোবর পর্যন্ত এনসিবি-র হেফাজতেই থাকতে হবে তাকে। সে খবর প্রকাশ্যে আসতেই আরিয়ানের বাবার কাছে ফোনের বন্যা। বলিউড তারকা দীপিকা পাড়ুকোন, করণ জোহর, কাজল, রানি মুখার্জি, রোহিত শেট্টি, আনন্দ এল রাই, আদিত্য চোপড়া প্রমুখ সোমবার থেকেই শাহরুখকে ফোন করে চলেছেন।

কয়েক জন শিল্পী আরিয়ানের গ্রেপ্তারের খবর পাওয়ার পর টুইটারে শাহরুখের প্রতি সহানুভূতি জানিয়েছেন। পূজা ভাট টুইটারে শাহরুখকে উল্লখ করে লিখেছেন, ‘আমি আপনার সঙ্গে আছি। জানি, এ কথাটিতে বিশেষ কোনও লাভ আপনার হবে না। কিন্তু মনে হল, তাই বললাম। এই কঠিন সময় আপনি পেরিয়ে যেতে পারবেন বলে আমার বিশ্বাস।’

সুনীল শেঠি টুইট করেছিলেন, ‘তদন্ত তো শুরু হয়ে গিয়েছে। এবার ছোট ছেলেটিকে একটু নিঃশ্বাস নিতে দিন।’ পরিচালক হানসাল মেহতা, ‘কাভি হাঁ কাভি না’ ছবিতে শাহরুখের সহ-অভিনেত্রী সুচিত্রা কৃষ্ণমূর্তিও তাদের সমর্থন জানিয়েছেন।

রবিবার রাতে আরিয়ান গ্রেপ্তার হওয়ার পরেই সালমান খান শাহরুখের বাড়িতে ছুটে গিয়েছিলেন। সোমবার সন্ধ্যায় সালমান-সহোদরা প্রযোজক আলভিরা খান ‘মান্নাত’- এ গিয়েছিলেন।