আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন শাহরুখ-পত্নীর সঙ্গে রণবীরের কেনাকাটা

শাহরুখ-পত্নীর সঙ্গে রণবীরের কেনাকাটা


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১৫, ২০১৬ , ৪:৪৫ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


fileকাগজ বিনোদন ডেস্ক: বলিউডের নামজাদা নির্মাতা করণ জোহরের জন্মদিনের অনুষ্ঠান হয়েছে লন্ডনে। গত মাসে আয়োজিত এই আনন্দযজ্ঞে অতিথি তালিকায় অনেকের মধ্যে ছিলেন সুপারস্টার শাহরুখ খানের অর্ধাঙ্গিনী গৌরি খান, মেগাস্টার অমিতাভ বচ্চনের কন্যা শ্বেতা নন্দা বচ্চন ও অভিনেতা রণবীর কাপুর।

একটি সূত্র জানিয়েছে, ব্রিটিশ রাজধানীতে গৌরি ও রণবীরকে একসঙ্গে কেনাকাটা করতে দেখা গেছে। ঘটনা কী? জানা গেছে, মুম্বাইয়ে পালি হিলে বাস্তু ভবনের সাত তলায় রণবীরের অ্যাপার্টমেন্টের অন্দরসজ্জার দায়িত্ব পালন করছেন গৌরি। সেজন্য কিছু শিল্পকর্ম ও ঘরের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র ঘুরে ঘুরে কিনেছেন দু’জনে।

অভিনেত্রী ক্যাটরিনা কাইফের সঙ্গে যে বাড়িতে থাকতেন তা প্রেম ভেঙে যাওয়ার পর ছেড়ে দিয়েছেন রণবীর। তিনি এখন দুটি পোষা কুকুরকে নিয়ে থাকছেন মুম্বাইয়ের দিওনারে দাদির বাংলোতে। এ বছরের সেপ্টেম্বরে নিজের অ্যাপার্টমেন্টে উঠবেন ৩৩ বছর বয়সী এই তারকা।