আজকের দিন তারিখ ৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার, ২২শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন শাহরুখ-পুত্রের নাম বাদ দিয়ে চার্জশিট

শাহরুখ-পুত্রের নাম বাদ দিয়ে চার্জশিট


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: মে ২৭, ২০২২ , ৫:৪৩ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক :  শাহরুখ-পুত্র আরিয়ান খানের বিরুদ্ধে মাদকের সাথে সংশ্লিষ্টতার কোনো প্রমাণ মেলেনি। ৬ হাজার পাতার চার্জশিটে নাম নেই আরিয়ান খানের। আরিয়ান-সহ ৬ জনকে ক্লিনচিট দিয়েছে ভারতের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো-এনসিবি। গত বছর মুম্বাইয়ের একটি বিলাসবহুল ক্রুজে অভিযান চালায় ভারতের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো-এনসিবি। মাদক যোগের অভিযোগ সেখান থেকে আরিয়ান খানসহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে কেন্দ্রীয় সংস্থাটি। আর্থার রোড জেলে ঠাঁই হয় শাহরুখ-পুত্রের। দীর্ঘ আইনি লড়াইয়ের পর তিন সপ্তাহ বাদে জেলমুক্ত হন আরিয়ান খান।

ভারতের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো-এনসিবির তরফে প্রথমে অভিযোগ করা হয়েছিল যে, শাহরুখ-পুত্র নিয়মিত মাদক সেবন এবং তা সরবরাহ করেন। স্বভাবতই আদালতে তা অস্বীকার করেন আরিয়ান খান এবং তার আইনজীবী। তবে শুক্রবার যে ৬ হাজার টাকার চার্জশিট আদালতে জমা পড়ল, নাম নেই আরিয়ানের। গত বছরের অক্টোবরে মুম্বাইয়ে কর্ডেলিয়া নামের প্রমোদতরীতে চালানো অভিযানের সময় গেপ্তার হয় শাহরুখ-পুত্র।

সেই অভিযানে কর্ডেলিয়া থেকে ২৩ বছর বয়সী আরিয়ানসহ মোট ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছিল মাদক আইনে।