আজকের দিন তারিখ ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ২৫শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ শিবগঞ্জে ১২৪৬ বোতল ফেনসিডিলসহ যুবক গ্রেফতার

শিবগঞ্জে ১২৪৬ বোতল ফেনসিডিলসহ যুবক গ্রেফতার


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ২৫, ২০২১ , ২:৫৩ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় এক হাজার ২৪৬ বোতল ফেনসিডিলসহ এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। বুধবার রাত ১১টা ৫০ মিনিটে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের শিয়ালমারা মধ্যপাড়া গ্রামের মশালের দোকানের সামনে থেকে ইয়াবাসহ ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। গ্রেফতার একরামুল হক উপজেলার শাহবাজপুর ইউনিয়নের এজাবুল হকের ছেলে।
র‌্যাব ৫-এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে রাত ১১টা ৫০ মিনিটে অভিযানে নামে। এ সময় শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের শিয়ালমারার মধ্যপাড়া গ্রামের মশালের দোকানের সামনে এক হাজার ২৪৬ বোতল ফেনসিডিল বিক্রির সময় যুবক একরামুল হককে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ব্যাপারে শিবগঞ্জ থানায় একটি মামলা হয়েছে।