শিবালয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ১
পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১৩, ২০১৬ , ১১:৪১ পূর্বাহ্ণ | বিভাগ: সারাদেশ
মানিকগঞ্জ: মানিকগঞ্জের শিবালয়ে সড়ক দুর্ঘটনায় আব্দুর রউফ (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন তার ভাই ও দুই ভাতিজা।
সোমবার (১৩ জুন) সকাল ৭টার দিকে ঢাকা আরিচা মহাসড়কের মহাদেবপুর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবদুর রউফ ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কলমিসর্দি গ্রামের আলফি মাদব্বরের ছেলে।
আহতরা হলেন-নিহত রউফের ভাই আফজাল হোসেন (৪০) তার ছেলে হাসিবুল হোসেন (১৮) ও রউফের অপর এক ভাই মৃত আব্দুল হকের ছেলে সোহেল রানা (২৫)। আহতদের উদ্ধার করে স্থানীয় মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বরংগাইল হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ ইয়ামিন-উদ- দৌলা জানান, রউফের কুয়েত প্রবাসী বড় ছেলেকে বিমানবন্দরে পৌঁছে দিতে তারা ঢাকা এসেছিলেন। তাকে পৌঁছে দিয়ে সকালে তারা মাইক্রোবাসে করে ফরিদপুর ফিরে যাচ্ছিলেন। পথে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই আবদুর রউফের মৃত্যু হয়।
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পরেই মাইক্রোবাস চালক পালিয়ে গেছে বলেও জানান তিনি।