আজকের দিন তারিখ ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
/////হাইলাইটস///// শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে আজও যাত্রীদের ভিড়

শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে আজও যাত্রীদের ভিড়


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: আগস্ট ৪, ২০২১ , ২:৪৮ অপরাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////


দিনের শেষে ডেস্ক : চলমান লকডাউনে আজও শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ঢাকামুখী যাত্রীদের ভিড় রয়েছে। একই সঙ্গে নৌরুটে বেড়েছে ব্যক্তিগত ও পণ্যবাহী গাড়ি। আজ বুধবার (৪ আগস্ট) সকাল থেকে বিধিনিষেধ উপেক্ষা করে ফেরি ঘাটে আসেন যাত্রীরা। পণ্যবাহী ও জরুরি যানবাহনের পাশাপাশি ফেরিতে উঠে পদ্মা পাড়ি দিচ্ছেন তারা। ফেরিতে পাল্লা দিয়ে উঠছে ব্যক্তিগত গাড়িও।

যাত্রীরা জানান, ৫ আগস্ট বিধিনিষেধ শেষ হলে রাজধানীতে কর্মস্থলে ফেরার অপেক্ষায় ছিলেন তারা। সরকার বিধিনিষেধের সময় বাড়লেও পূর্বপ্রস্তুতি হিসাবে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন। অনেকে আবার চিকিৎসা, টিকাদানসহ নানা প্রয়োজনে ঢাকায় যাচ্ছেন।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডাব্লিউটিসি) শিমুলিয়াঘাট ব্যবস্থাপক মো. ফয়সাল বলেন, ‘নৌরুটে বর্তমানে রোরো, মিডিয়াম ও ছোট মিলিয়ে ১০টি ফেরি সচল রয়েছে। সকাল থেকে বাংলাবাজার ঘাট থেকে ঢাকামুখী যাত্রীরা আসছেন। ফলে কিছুটা ভিড় রয়েছে।’