আজকের দিন তারিখ ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার, ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস শিশুপুত্র মায়ানের সঙ্গে বৃষ্টি আনন্দে ভালই সময় কাটছে মুশফিকের

শিশুপুত্র মায়ানের সঙ্গে বৃষ্টি আনন্দে ভালই সময় কাটছে মুশফিকের


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ৬, ২০২০ , ৪:৫৯ পূর্বাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে প্রতিবেদক : করোনাকালের এই সময়টায় ক্রিকেট নেই। মাঠে খেলা নেই। অনুশীলন বন্ধ। সারাদিন মুশফিকের কাটছে বাসায়। ফিটনেস চর্চা অবশ্য একদিনও বাদ যাচ্ছে না। ক্রিকেট না খেলার কষ্ট থাকলেও এই পুরো সময়টা শিশুপুত্র মায়ানের সঙ্গে স্বর্গীয় আনন্দে সময় কাটছে মুশফিকের।

প্রতিদিন ছেলের সঙ্গে খুনসুটি তো আছেই। মায়ানও, বাবা বলতেই দুরন্ত পায়ে ছোটাছুটি শুরু। জুলাইয়ের বর্ষা মৌসুমে ছেলেকে নিয়ে সেদিন বৃষ্টি আনন্দেও মাতলেন মুশফিক। বনানীর বাসার ছাদে হালকা বৃষ্টির মধ্যে ছেলেকে নিয়ে সতর্কতার মধ্যেই বৃষ্টি আনন্দ উপভোগ করলেন।

রঙিন ছাতা মাথার উপর ধরে মায়ান বৃষ্টির ফোঁটা দেখছে মুগ্ধ ও কৌতূহলী চোখে। ছেলে যাতে পা পিছলে পড়ে না যায় বা ছাতা যেন ঠিকমতো মাথার ওপর থাকে- সেজন্য বাড়তি সতর্কতায় মুশফিকের চোখ।

ইনস্টাগ্রামে মুশফিক বাবা-ছেলের বৃষ্টি উপভোগের ছবি পোস্ট করে লিখেন- ‘তার (মায়ান) অনেক দিনের স্বপ্ন সত্যি হলো!’

বৃষ্টিতে ভেজার জন্য তাহলে বাবার কাছে অনেক দিন ধরে আবদার করছিল মায়ান!