আজকের দিন তারিখ ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস, স্পোর্টস লীড শীর্ষেই আর্জেন্টিনা, বাংলাদেশের তিন ধাপ অবনমন

শীর্ষেই আর্জেন্টিনা, বাংলাদেশের তিন ধাপ অবনমন


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ২, ২০১৬ , ৪:২০ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস,স্পোর্টস লীড


Rankingঅনলাইন স্পোর্টস ডেস্ক: ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষে থেকেই কোপা আমেরিকা মিশনে নামবে লিওনেল মেসির আর্জেন্টিনা। সবশেষ ফিফা/কোকা কোলা ওয়ার্ল্ড র‌্যাংকিংয়ে যথারীতি প্রথম ও দ্বিতীয় স্থানে যথাক্রমে আর্জেন্টিনা ও বেলজিয়াম। এদিকে, বাংলাদেশের তিন ধাপ অবনমন হয়েছে। ৯৩ রেটিং পয়েন্টে নিয়ে ১৮১ নম্বরে নেমে গেছেন মামুনুলরা।

২০১৬ ইউরো সামনে রেখে ইউরোপিয়ান দলগুলো নিজেদের শেষ মুহূর্তের প্রস্তুতি সারতে আন্তজার্তিক প্রীতি ম্যাচ নিয়ে ব্যস্ত সময় পার করছে। তাই র‌্যাংকিংয়ের শীর্ষ ৫০টি অবস্থানেও বেশ রদবদল চোখে পড়ছে।

মোট ৪৯টি ম্যাচ বিবেচনায় নিয়ে র‌্যাংকিংয়ের জুন মাসের এডিশন প্রকাশ করেছে ফিফা। এর মধ্যে ৪৫টিই আন্তর্জাতিক প্রীতি ম্যাচ। বাকি চারটি ওসেনিয়া অঞ্চলের ২০১৮ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ।

শীর্ষ দশটি টিমের মধ্যে চারটি পরিবর্তন হয়েছে। এক ধাপ করে এগিয়ে তিনে কলম্বিয়া ও চার নম্বরে বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। দুই ধাপ পিছিয়ে পাঁচে নেমে গেছে কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়ন চিলি। শীর্ষে থাকা আর্জেন্টিনার সংগ্রহ ১৫০৩। পরবর্তী চার দলের রেটিং পয়েন্ট যথাক্রমে ১৩৮৪, ১৩২৮, ১৩১০, ১২৯৩।

আগের ছয় নম্বর অবস্থানেই ইউরোর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন স্পেন (১২৮৭)। দশ রেটিং পয়েন্ট পিছিয়ে সাতে নেইমারের ব্রাজিল। ১১৮৪ রেটিং পয়েন্ট নিয়ে আট নম্বরে থাকা ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালের পরেই উরুগুয়ে (১১৫০)। অস্ট্রিয়া ও ইংল্যান্ডের মধ্যে রদবদল হয়েছে। ১০৭৭ রেটিং পয়েন্ট নিয়ে এক ধাপ টপকে শীর্ষ দশে জায়গা করে নিয়েছে অস্ট্রিয়া।

ইউরোর এবারের আসরের আয়োজক ফ্রান্স তিন ধাপ এগিয়ে ১৭ নম্বরে উঠে এসেছে। অন্যান্য ইউরোপিয়ান দলগুলোর মধ্যে উল্লেখযোগ্য, ইতালি (+৩, ১২তম), রাশিয়া (-২, ২৯), ওয়েলস (-২, ২৬), ইউক্রেন (+৩, ১৯), পোল্যান্ড (অপরিবর্তিত, ২৭), তুরস্ক (-৫, ১৮), ক্রোয়েশিয়া (-৪, ২৭), হাঙ্গেরি (-২, ২০), সুইজারল্যান্ড (-১, ১৫), রোমানিয়া (-৩, ২২) ও এক ধাপ এগিয়ে ৩৫ নম্বরে জ্লাতান ইব্রাহিমোভিচের ‍সুইডেন।

প্রসঙ্গত, কোপা আমেরিকার শতবর্ষ পূর্তি উপলক্ষ্যে ৪ জুন থেকে যুক্তরাষ্ট্রে এর বিশেষ আসর বসতে যাচ্ছে। আর ফ্রান্সের মাটিতে আগামী ১০ জুন উয়েফা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের (ইউরো) পর্দা উঠবে।

পরবর্তী ফিফা র‌্যাংকিং প্রকাশিত হবে আগামী ১৪ জুলাই।