আজকের দিন তারিখ ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার, ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন শুটিংয়ের অপেক্ষায় জাহারা মিতু

শুটিংয়ের অপেক্ষায় জাহারা মিতু


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: অক্টোবর ৩, ২০২০ , ১২:৩৪ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে প্রতিবেদক :‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০১৭’ সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে শোবিজ অঙ্গনে আসেন জাহারা মিতু। এরইমধ্যে এই গ্ল্যামারকন্যা চলচ্চিত্রে নাম লিখিয়েছেন। শাকিব খানের বিপরীতে ‘আগুন’ শিরোনামের একটি ছবির মধ্য দিয়ে বড় পর্দায় কাজ শুরু করেন তিনি। এরপর ওপার বাংলার নায়ক দেবের সঙ্গে ‘কমান্ডো’ শিরোনামের আরো একটি ছবিতে চুক্তিবদ্ধ হন। তবে বর্তমানে করোনা পরিস্থিতির কারণে তার দু’টি চলচ্চিত্রের কাজই থমকে গেছে। এ নিয়ে কোনো প্রকার হতাশা কাজ করছে না মিতুর মধ্যে। এমনটাই জানালেন। তবে মিতু বলেন, আমি প্রস্তুত আছি। যখনই শুটিংয়ের ডাক পড়বে তখনই কাজ শুরু করবো। কবে শুটিংয়ে ডাক পড়তে পারে জানতে চাইলে এই সুন্দরী বলেন, যতটুকু জানি শাকিব ভাই অন্য একটা সিনেমার শুটিং করছেন। তার শিডিউল পেলেই ‘আগুন’-এর শুটিং শুরু হবে। আর ‘কমান্ডো’ শুরু হতে একটু দেরি হতে পারে। কারণ ভিসা ও ফ্লাইট নিয়ে কিছু জটিলতা আছে এই সময়ে। এরই মাঝে মিতু আরো কয়েকটি চলচ্চিত্রে কাজের প্রস্তাব পেয়েছেন বলে জানান। সেগুলোর বেশির ভাগই অ্যাকশনধর্মী। তাই এগুলোতে অভিনয়ের বিষয়ে কিছুটা দ্বিধায় আছেন তিনি। কারণ যে দু’টি চলচ্চিত্রে কাজ করছেন সেগুলোও অ্যাকশনধর্মী।