আজকের দিন তারিখ ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস শুরুতেই ৫ উইকেট হারিয়ে বিপর্যয়ে বাংলাদেশ

শুরুতেই ৫ উইকেট হারিয়ে বিপর্যয়ে বাংলাদেশ


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: নভেম্বর ৪, ২০২১ , ৪:৫৭ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক :   শুরুতেই তিন ওভারে ৩ উইকেট হারিয়ে বিপর্যয়ে বাংলাদেশ। উইকেট হারাচ্ছে ওভারের সংখ্যার সঙ্গে পাল্লা দিয়ে!আক্রমণে এসেছেন অ্যাডাম জাম্পা, উইকেট পেয়েছেন প্রথম বলেই। তাঁর রং-আনে খোঁচা মেরে ফিরেছেন আফিফ হোসেন। স্লিপে ক্যাচটা নিয়েছেন অস্ট্রেলিয়া অধিনায়ক অ্যারন ফিঞ্চ।৩৩ রানেই পঞ্চম উইকেটটিও হারিয়ে ফেলেছে বাংলাদেশ। সুপার টুয়েলভে বৃহস্পতিবার (৪ নভেম্বর) বিকেলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নামে বাংলাদেশ। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এদিন টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন অজি দলপতি।

এদিকে সুপার টুয়েলভে টানা চার ম্যাচ হেরে মরুর বুকে তলিয়ে গেছে টাইগারদের বিশ্বকাপের স্বপ্ন। তবে এখনো আসরের একটি ম্যাচ বাকি আছে তাদের। দেশে ফেরার আগে এই ম্যাচে জয় নিয়েই ফিরতে চান লাল-সবুজের প্রতিনিধিরা। এদিকে বিশ্বকাপে সেমিফাইনালের স্বপ্ন বেঁচে আছে অস্ট্রেলিয়ার।

বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজকে নিজেদের শেষ দুই ম্যাচে হারাতে পারলে তারা পৌঁছে যাবে সেমিফাইনালে। একই সঙ্গে ইংল্যান্ডের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার হারের প্রার্থনাও করতে হবে তাদের। তবে বাংলাদেশের বিপক্ষে হারলে সেমিফাইনাল যাত্রায় পিছিয়ে পড়বে অজিরা। ফলে আজকের ম্যাচটি দুদলের জন্য বেশ গুরুত্বপূর্ণ।