আজকের দিন তারিখ ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
/////হাইলাইটস///// শেখ হাসিনাকে করোনা রোধে যোগব্যায়ামের কার্যকারিতা জানালেন মোদি

শেখ হাসিনাকে করোনা রোধে যোগব্যায়ামের কার্যকারিতা জানালেন মোদি


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ২১, ২০২১ , ১০:৪৮ পূর্বাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////


দিনের শেষে প্রতিবেদক :  প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে চিঠি লিখে করোনা প্রতিরোধে দেহে শক্তিশালী রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে যোগব্যায়ামের কার্যকারিতার কথা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আন্তর্জাতিক যোগ দিবস সামনে রেখে রোববার ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন এই চিঠিটি প্রকাশ করে। শেখ হাসিনার কাছে পাঠানো ওই চিঠিতে মোদি লিখেছেন, বিশ্বের এই বড় চ্যালেঞ্জের মাঝামাঝি সময়ে এসে কোভিড-১৯ যোদ্ধারা মহামারির বিরুদ্ধে দারুণ লড়াই বজায় রেখেছেন। যদিও মহামারির হুমকি এখনো থেকে গেছে, তারপরেও শেষ আন্তর্জাতিক যোগ দিবস থেকে একটা ইতিবাচক অগ্রগতি আছে।

চিঠিতে এই ভাইরাস সম্পর্কিত বিভিন্ন চিকিৎসা পদ্ধতি ও বৈজ্ঞানিক বোঝাপড়ার কথা জানিয়ে মোদি আরও বলেন, মহামারি থেকে মানুষকে রক্ষার জন্য অনেক ভ্যাকসিন আছে। আর মানবতা যে খুব দ্রুত এই মহামারিকে জয় করে নেবে, সে ব্যাপারেও তিনি আশাবাদী। চলতি বছরের আন্তর্জাতিক যোগ দিবসের প্রতিপাদ্য হলো ‘সুস্থতার জন্য যোগব্যায়াম’। বিদ্যমান অবস্থার পরিপ্রেক্ষিতে যা খুবই প্রাসঙ্গিক বলে উল্লেখ করেন মোদি।

ভারতের প্রধানমন্ত্রী লিখেন, শরীর ও মনের জন্য যোগব্যায়ামের অনেক উপকারিতা আছে। সবধরনের সতর্কতা ও উদ্যোগ সত্ত্বেও যে কেউ করোনায় আক্রান্ত হতে পারে। তারপরেও শক্তিশালী রোগ প্রতিরোধ ক্ষমতা করোনাভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে সহযোগিতা করতে পারে। শ্বাস-প্রশ্বাসের ব্যায়ামের মাধ্যমে শক্তিশালী ফুসফুস তৈরির ভেতর দিয়ে যোগব্যায়াম তাৎক্ষণিকভাবে সেই প্রতিরোধ ক্ষমতা তৈরিতে সাহায্য করে। চিঠিতে মোদি আরও লিখেছেন, সারা পৃথিবীর লাখ লাখ মানুষ এখন মাসের পর মাস ঘরবন্দী হয়ে থাকতে বাধ্য হচ্ছেন। যা তাদের মানসিক স্বাস্থ্যের ওপরেও প্রভাব ফেলছে। নিয়মিত যোগব্যায়াম তাদের এই সমস্যা থেকেও মুক্ত করতে পারে।

প্রসঙ্গত, ভারতের প্রধানমন্ত্রী নিজেও যোগব্যায়ামের চর্চা করেন। সংযুক্তির ক্ষেত্রে যোগব্যায়ামের সহজাত ক্ষমতার কথা উল্লেখ করে শেখ হাসিনাকে লেখা চিঠিতে মোদি বলেন, এটা (যোগব্যায়াম) সমাজ, প্রতিরোধ ক্ষমতা ও ঐক্যের জন্যও ভালো। চলতি বছরের যোগ দিবসের প্রতিপাদ্য বিশ্বজুড়ে মানুষের সুস্বাস্থ্য ও কল্যাণের বিষয়টি প্রতিফলিত হয়েছে। চিঠিতে প্রতি বছর সাফল্যের সঙ্গে দিবসটি পালনের ক্ষেত্রে বাংলাদেশের সহযোগিতা ও উদ্যোগের জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন মোদি।