আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় শেখ হাসিনাকে ধন্যবাদ জানালেন মালদ্বীপের প্রেসিডেন্ট

শেখ হাসিনাকে ধন্যবাদ জানালেন মালদ্বীপের প্রেসিডেন্ট


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ২২, ২০২০ , ৭:২১ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়


দিনেরে শেষে ডেস্ক : বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোনে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মুহাম্মদ সলিহ। বুধবার (২২ এপ্রিল) বেলা ১১টায় তারা ফোনে কথা বলেন। প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম এ তথ্য নিশ্চিত করেছেন। করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় মালদ্বীপে চিকিৎসা সরঞ্জাম ও ত্রাণ সামগ্রী প্রেরণ করায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মালদ্বীপের প্রেসিডেন্ট ফোন করেন। এ সময় মালদ্বীপের পাশে দাঁড়ানোয় তাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি। দুই নেতা দেশের জনগণের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করেন বলেও জানান প্রেসসচিব। প্রেসসচিব জানান, ফোনে কথা বলার সময় আশা প্রকাশ করেন দুই দেশের মধ্যে এ ধরনের সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এদিকে বাংলাদেশের সাহায্য মালদ্বীপে পৌঁছেছে। আর দেশটির পররাষ্ট্রমন্ত্রী তা গ্রহন করেছেন।