আজকের দিন তারিখ ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার, ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
রাজনীতি শেখ হাসিনা এসেছিলেন বলেই আজ উন্নয়নের বাংলাদেশ

শেখ হাসিনা এসেছিলেন বলেই আজ উন্নয়নের বাংলাদেশ


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: মে ১৭, ২০২১ , ১:৩৬ অপরাহ্ণ | বিভাগ: রাজনীতি


দিনের শেষে ডেস্ক :  শেখ হাসিনা দেশে এসেছিলেন বলেই আজ উন্নয়নের পথে বাংলাদেশ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সোমবার (১৭ মে) আয়োজিত অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। ওবায়দুল কাদের বলেন, চলমান উন্নয়নের পাশাপাশি জীবন ও জীবিকার কথা চিন্তা করেই করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলা করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, শেখ হাসিনা মানবিক বলেই আজ বিএনপি চেয়ারপারন বেগম খালেদা জিয়া কারাগারে না থেকে বাসায় রয়েছেন। তাকে মুক্ত করতে এখানে বিএনপির কোনো কৃতিত্ব নেই। বিএনপি কেবল প্রতিহিংসার রাজনীতিই করে চলেছে।