আজকের দিন তারিখ ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস শেন ওয়ার্নকে ছাড়িয়ে নতুন রেকর্ড গড়লেন রশিদ খান

শেন ওয়ার্নকে ছাড়িয়ে নতুন রেকর্ড গড়লেন রশিদ খান


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: মার্চ ১৫, ২০২১ , ১১:০৫ পূর্বাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক : অস্ট্রেলিয়ান কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্নকে ছাড়িয়ে নতুন রেকর্ড গড়লেন ছোট দেশের বড় তারকা লেগ স্পিনার রশিদ খান। জিম্বাবুয়ের বিপক্ষে রোববার শেষ হওয়া আবুধাবি টেস্টের দুই ইনিংস মিলে রেকর্ড সর্বোচ্চ ৯৯.২ ওভার বোলিং করেছেন রশিদ খান। এই রেকর্ড গড়ার পথেই রশিদ খান ছাড়িয়ে গেছেন কিংবদন্তি শেন ওয়ার্নকে। এর আগে ২০০২ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউনে সবচেয়ে বেশি ওভার বোলিং করেছিলেন ওয়ার্ন।
সেই টেস্টের প্রথম দুই ইনিংসে ২৮ ও ৭০ ওভার বল করে দুই আর ছয় উইকেট নেন এই লেগ স্পিনার। রশিদ খান ৯৯.২ ওভার বল করে ২৭৫ রান খরচ করে শিকার করেছেন ১১ উইকেট। তার দুর্দান্ত বোলিং আর হাসমতউল্লাহ শহিদীর ডাবল সেঞ্চুরিতে ৬ উইকেটের জয়ে দুই টেস্টের সিরিজে ১-১ ড্র করে আফগানিস্তান।