আজকের দিন তারিখ ৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার, ২১শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
রাজনীতি শেরপুরে পুলিশের ধাওয়ায় শিবিরের কর্মসূচি পণ্ড

শেরপুরে পুলিশের ধাওয়ায় শিবিরের কর্মসূচি পণ্ড


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৬, ২০১৬ , ১০:৪৪ পূর্বাহ্ণ | বিভাগ: রাজনীতি


shiberবগুড়া: বগুড়ার শেরপুর উপজেলায় পুলিশের ধাওয়ায় রমজানকে স্বাগত জানিয়ে করা শিবিরের শোভাযাত্রা ও সমাবেশ পণ্ড হয়েছে। এদিকে দৌড়ে পালানোর সময় পাঁচ শিবিরকর্মী আহত হয়েছেন বলে জানা যায়। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

কর্মসূচিতে পুলিশের বাধার বিষয়ে শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আলহাজ উদ্দিন জানান, কোনো অনুমতি ছাড়াই রোববার (০৫ জুন) শিবিরের নেতাকর্মীরা পৌরশহরের ধুনটমোড় এলাকায় শোভাযাত্রা বের করে। তাই নাশকতার আশঙ্কায় শোভাযাত্রা পণ্ড করে দেওয়া হয়েছে।

এ সময় শিবির নেতাকর্মীরা দৌড়ে পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি বলেও পুলিশের এই কর্মকর্তা জানিয়েছেন।