আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
অর্থ ও বাণিজ্য শেয়ারবাজারে তলানিতে নেমেছে লেনদেন

শেয়ারবাজারে তলানিতে নেমেছে লেনদেন


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: অক্টোবর ২৪, ২০২২ , ৬:১৩ অপরাহ্ণ | বিভাগ: অর্থ ও বাণিজ্য


দিনের শেষে প্রতিবেদক :  কিছুদিন ধরেই শেয়ারবাজারে দরপতনের ধারা অব্যাহত আছে। সোমবার (২৪ অক্টোবর) শুরুর দেড় ঘণ্টা পর প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কারিগরি ত্রুটির কারণে লেনদেন বন্ধ হয়ে যায়। ৩ ঘণ্টা চেষ্টা করে প্ল্যাটফর্ম সচল করলেও লেনদেন তলানিতে নেমেছে। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আগের দিনের চেয়ে লেনদেন কমেছে।

বাজার পর্যালোচনায় দেখা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৩৬ পয়েন্ট কমে ৬ হাজার ৩০৭ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই শরিয়া সূচক ১৪ পয়েন্ট কমে ১ হাজার ৩৮৪ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১৬ পয়েন্ট কমে ২ হাজার ২৪৫ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে মোট ৩৩৪ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগে গত ১৯ জুলাই ৩১৯ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। গতকাল রোববার ডিএসইতে লেনদেন হয়েছিল ৭৮৮ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএসসিএক্স ৫১ পয়েন্ট কমে অবস্থান করছে ১১ হাজার ১৬৭ পয়েন্টে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৮৬ পয়েন্ট কমে ১৮ হাজার ৬৩৩ পয়েন্টে এবং সিএসই৩০ সূচক ১৬ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৩১৯ পয়েন্টে অবস্থান করছে।