আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ শৈলকুপার পথে মিতুর লাশবাহী অ্যাম্বুলেন্স

শৈলকুপার পথে মিতুর লাশবাহী অ্যাম্বুলেন্স


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৫, ২০১৬ , ৮:২৭ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


ambulanceকাগজ অনলাইন প্রতিবেদক: দুর্বৃত্তের গুলিতে নিহত চট্টগ্রামের পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা আক্তার মিতুর লাশবাহী অ্যাম্বুলেন্স ঝিনাইদহের শৈলকুপার উদ্দেশে রওনা দিয়েছে।

রোববার সন্ধ্যার দিকে মিতুর লাশবাহী গাড়ি এসপি বাবুল আক্তারের গ্রামের বাড়ির উদ্দেশে যাত্রা শুরু করে।

এর আগে বিকেলে নগরীর দামপাড়া পুলিশ লাইন মাঠে মিতুর প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় চট্টগ্রাম ৯ আসনের সাংসদ জিয়াউদ্দিন আহমেদ বাবলু, সাংসদ এম এ লতিফ, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন, নগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম, পুলিশ সুপার মো. ইকবাল বাহার উপস্থিত ছিলেন।

এ ছাড়া চট্টগ্রাম মহানগর ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও বিপুলসংখ্যক পুলিশ সদস্য অংশ নেন।

বাবুল আক্তারের পারিবারিক সূত্র জানায়, মাহমুদা আক্তার মিতুকে ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলায় বাবুল আক্তারের পৈত্রিক বাড়িতে তার দ্বিতীয় জানাযা অনুষ্ঠিত হবে। এরপর তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।