আজকের দিন তারিখ ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
রাজনীতি শৈলকুপায় প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ ১

শৈলকুপায় প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ ১


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৩, ২০১৬ , ১১:৩০ পূর্বাহ্ণ | বিভাগ: রাজনীতি


Guli - Copyঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মীর্জাপুর ইউনিয়ন পরিষদে (ইউপি) নৌকা প্রতীকের সমর্থকদের হামলায় নায়েব আলী খন্দকার (৪৬) নামে স্বতন্ত্র প্রার্থীর এক সমর্থক গুলিবিদ্ধ হয়েছেন।

বৃহস্পতিবার (০২ জুন) দিনগত রাতে উপজেলার মান্দারিপাড়া গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ নায়েব আলী মান্দারিপাড়া গ্রামের বাসিন্দা।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল ইসলাম জানান, রাতে ওই গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় দোকানে বসে চা পান করছিলেন নায়েব আলী। এসময় নৌকা প্রতীকের সমর্থকরা এসে দুই রাউন্ড গুলি ছুড়ে চলে যান। এতে তিনি গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে রাতেই তাকে ফরিদপুর মেডিকেল হাসপাতালে স্থানান্তর করা হয়।

তিনি আরও জানান, চলে যাওয়ার সময় তারা দু’টি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে।