আজকের দিন তারিখ ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস শোয়েবকে দেখে মনে হয় মেরেই ফেলবে: তামিম

শোয়েবকে দেখে মনে হয় মেরেই ফেলবে: তামিম


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: মে ১১, ২০২০ , ৩:৪৯ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে প্রতিবেদক : সাবেক তিন অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয়, হাবিবুল বাশার সুমন ও খালেদ মাহমুদ সুজনকে নিয়ে নিয়মিত লাইভ আড্ডায় আসেন তামিম। সেখানেই কথা প্রসঙ্গে আসে শোয়েবের কথা। খালেদ মাহমুদের নেতৃত্বে মুলতান টেস্টে বাংলাদেশের জিততে জিততে হারতে যাওয়া টেস্টের আক্ষেপ দিয়ে শুরু। খালেদ মাহমুদের নেতৃত্বে ওই টেস্টে জয়ের খুব কাছে গিয়ে হেরে গিয়েছিল বাংলাদেশ। বিশ্বের দ্রুততম বোলার মুলতান টেস্টে না খেললেও আগের দুই টেস্টে খেলেন। পেশাওয়ার টেস্টে আগুন ঝরা বোলিংয়ে নিয়েছিলেন ১০ উইকেট। ‘রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস’ এর বিপক্ষে মাত্র দুইবার খেলেছেন তামিম। প্রথমবার ২০০৭ সালে, কেনিয়ায় ত্রিদেশীয় টুর্নামেন্টে। দ্বিতীয়বার ২০১০ সালে এশিয়া কাপে। তামিমের পাশাপাশি শোয়েবকে খেলার অভিজ্ঞতা আছে খালেদ মাহমুদ সুজনেরও। তিনি বলেন, ‘আমি অনেককেই বিশ্বাস করাতে পারি না, শোয়েবের প্রথম বল আসলে আমি চোখেই দেখিনি। আন্তর্জাতিক ক্রিকেটে ১৩ বছর কাটিয়ে ফেলেছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। বিশ্বের অনেক সেরা বোলারদের মুখোমুখি হয়েছেন। তাদের মাঝে অন্যতম পাকিস্তানের সাবেক গতিদানব শোয়েব আখতার। ক্যারিয়ারের শুরুর দিকে আগ্রাসী ক্রিকেট দিয়ে নজর কেড়েছিলেন তামিম ইকবাল। ফাস্ট বোলারদের সামনে ছিলেন ভয়ডরহীন, বেরিয়ে এসে শট খেলে গুঁড়িয়ে দিতে চাইতেন। তবে শোয়েবকে দেখে তিনি বেজায় ভয় পেয়ে গিয়েছিলেন! শোয়েবকে খেলার অভিজ্ঞতা নিয়ে তামিম বলেন, ‘আমি সবসময়ই বলি, অনেক ফাস্ট বোলারকে তো খেলেছি, ১৫০ কিলোমিটার গতির বল খেলেছি অনেক, কিন্তু ব্যাটিং করতে গিয়ে একবারই ভয় পেয়েছি, যখন শোয়েব আখতারকে প্রথম খেলেছি। ওই দিন মনে হয়েছে, সে আমাকে মেরে ফেলবে। এতটাই ভীতি জাগানিয়া ছিল তার বোলিং।’