আজকের দিন তারিখ ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন শো স্টপার নিপুন

শো স্টপার নিপুন


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ২, ২০১৬ , ১:৪৭ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


nipunকাগজ অনলাইন বিনোদন: নিপুন এখন বন্দরনগরীতে। দিনটি তার জন্য অন্যরকম। সন্ধ্যায় (২ জুন) র‌্যাম্প মডেল নিপুনকে দেখতে পাবেন চট্টগ্রামের দর্শক। এ নিয়ে বেশ আনন্দিত নায়িকা।

আলাপে নিপুন বলেন, ‘প্রায় এক বছর পর র‌্যাম্পে হাঁটছি। আমি শো স্টপার হিসেবে মঞ্চে উঠবো।’

তিনি জানান, এস আলম গ্রুপের নতুন শোরুম চালু হচ্ছে চট্টগ্রাম শহরে। এ উপলক্ষে রেডিসন হোটেল ব্লুর বল রুমে জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এতে বিভিন্ন পরিবেশনায় অংশ নিচ্ছেন দেশের জনপ্রিয় তারকারা। নিপুন ছাড়াও থাকছেন জেমস, নিরব, আমব্রিন, কর্নিয়া প্রমুখ।

এদিকে নিপুন ১ জুন ঈদের একটি নাটকের শুটিং শেষ করেছেন।এখন পর্যন্ত এটিই ঈদের একমাত্র কাজ। চ্যানেল আইয়ের জন্য ‘ঘ্রাণবাবা’ নামের নাটকটি তৈরি করেছেন সাজ্জাদ সুমন। এতে নিপুনের বিপরীতে দেখা যাবে নিশোকে।

নিপুন নাটকটি নিয়ে বিস্তারিত কিছু জানাননি। বলেছেন, ‘এটি বেশ মজার একটি নাটক। আমার চরিত্রটিও অন্যরকম।’