আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস লীড শ্বাসরুদ্ধকর লড়াই জিতে ফাইনালে আফ্রিদির লাহোর

শ্বাসরুদ্ধকর লড়াই জিতে ফাইনালে আফ্রিদির লাহোর


পোস্ট করেছেন: delwer master | প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ২৬, ২০২২ , ১১:১৩ পূর্বাহ্ণ | বিভাগ: স্পোর্টস লীড


স্পোর্টস ডেস্ক : একটা সময় মনে হচ্ছিল খুব সহজেই জিতে যাবে ইসলামাবাদ ইউনাইটেড। এমনকি শেষ ওভার পর্যন্ত সম্ভাবনা জিইয়ে রেখেছিল শাদাব খানের দল। কিন্তু শেষ ৬ বলে ৮ রান নিতে পারলো না তারা। মারকুটে ব্যাটিংয়ের পর বল হাতেও স্নায়ু ধরে রাখলেন ডেভিড ওয়াইজ। দক্ষিণ আফ্রিকা ছেড়ে নামিবিয়ার নাগরিকত্ব নেওয়া এই অলরাউন্ডারের দুরন্ত পারফরম্যান্সে শ্বাসরুদ্ধকর এক লড়াই ৬ রানে জিতে পাকিস্তান সুপার লিগের ফাইনালে নাম লিখিয়েছে শাহিন শাহ আফ্রিদির লাহোর কালান্দার্স। শুক্রবার রাতে পিএসএলের এলিমিনেটর টু’তে টস জিতে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৬৮ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করিয়েছিল লাহোর। ৭ রানের মধ্যে ২ উইকেট হারানোর পর আবদুল্লাহ শফিক ২৮ বলে ৫২ রানের ঝড়ো ইনিংস খেললেও পুঁজিটা খুব বড় হওয়ার সম্ভাবনা ছিল না স্বাগতিকদের। ১৯ ওভার শেষে তাদের বোর্ডে ছিল ৭ উইকেটে ১৪১ রান। এমন মুহূর্তে ওয়াকাস মাকসুদের করা শেষ ওভারে তাণ্ডব চালান ওয়াইজ। ৩ ছক্কা আর এক বাউন্ডারিতে ওই ওভারে তিনি তুলে নেন ২৭ রান। জবাবে অ্যালেক্স হেলসের ২৯ বলে ৩৮ রানের পর আজম খান আর আসিফ আলির ব্যাটে জয়ের স্বপ্ন দেখছিল ইসলামাবাদ। আজম ২৮ বলে ৪০ করে আউট হলেও আসিফ ১৯তম ওভার পর্যন্ত সম্ভাবনা জিইয়ে রেখেছিলেন। কিন্তু ২২ বলে ২৫ করে তিনি হারিস রউফের শিকার হলে ঘুরে যায় ম্যাচ। শেষ ওভারে ওয়াইজে দুর্দান্ত বোলিংয়ে ইনিংসের ২ বল বাকি থাকতে ইসলামাবাদ আর ১ রান যোগ করে অলআউট হয় ১৬২ রানে। ৮ বলে ২৮ রানের পর বল হাতে ২০ রানে ১ উইকেট নিয়ে ম্যাচসেরা হন ওয়াইজ।