আজকের দিন তারিখ ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার, ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ শ্যামনগরে আম্পানে ক্ষতিগ্রস্থদের মাঝে যুবলীগের খাদ্যসামগ্রী বিতরণ

শ্যামনগরে আম্পানে ক্ষতিগ্রস্থদের মাঝে যুবলীগের খাদ্যসামগ্রী বিতরণ


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ১, ২০২০ , ৫:০৮ পূর্বাহ্ণ | বিভাগ: সারাদেশ


সাতক্ষীরা (শ্যামনগর) প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির নির্দেশে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা যুবলীগের আয়োজনে ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্থ সহস্রাধিক অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার দুপুরে ঘূর্ণিঝড় আম্পানে লন্ডভন্ড ও নদীর বাঁধ ভেঙে প্লাবিত শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নে আশ্রয় কেন্দ্র ও বুড়িগোয়ালীনি ফরেষ্ট মাধ্যমিক বিদ্যালয়ে অবস্থানরত অসহায় মানুষের মাঝে এ রান্না করা খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী কেন্দ্রীয় যুবলীগের অন্যতম সদস্য মো. বাবলুর রহমান বাবলু। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক জাকির হোসেন, যুগ্ম-আহবায়ক শরিফুল ইসলাম সোহাগ,
এস এম সায়েদ-বিন হায়দার রাজীব, আল মামুন লিটন, আব্দুল মজিদ, সদস্য আহসানুর রহমান, হারুন অর রশিদ, বিশ্বনাথ নন্দি প্রমুখ।