আজকের দিন তারিখ ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন শ্রাবন্তীর বিরহে দেবদাস রোশান!

শ্রাবন্তীর বিরহে দেবদাস রোশান!


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ২৭, ২০২১ , ১০:৪৭ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক :  টলিপাড়ায় এখন সম্পর্কের টানাপোড়েন নিয়ে চর্চা চলছে। নুসরাত-নিখিল, শ্রাবন্তী-রোশান, কাঞ্চন-পিংকির রসায়ন নিয়ে নানা জনের নানা মত। তারকাদের পাশাপাশি তাদের প্রাক্তন-বর্তমান সঙ্গীদের সোশ্যাল মিডিয়ার দিকেও কড়া নজর থাকে। এবার নেটাগরিকরা প্রশ্ন তুললেন অভিনেত্রী শ্রাবন্তীর তৃতীয় স্বামী রোশানকে নিয়ে। এক হাতে জড়ানো ফুলের গজরা, অন্য হাতে মদের বোতল। এমন ছবিই ইনস্টাগ্রাম স্টোরি হিসেবে শেয়ার করলেন রোশন সিং। শ্রাবন্তীর বিরহেই কি দেবদাস হলেন তার তৃতীয় স্বামী? এই প্রশ্নই তুলছেন নিন্দুকেরা।

একাধিকবার ইঙ্গিতপূর্ণ পোস্ট শেয়ার করেছেন রোশান। গত বছরই তার ও শ্রাবন্তীর সম্পর্কের ভাঙনের খবর প্রকাশ্যে এসেছিল। বহুদিন ধরেই আলাদা থাকেন। সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই একে অপরকে কটাক্ষ করেছেন। তবে কিছুদিন আগে শ্রাবন্তীর সঙ্গে সংসার করতে দেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন রোশান। তবে শ্রাবন্তী বোধহয় তৃতীয় স্বামীর সঙ্গে আর থাকতে চান না। দু’জনের আইনি বিচ্ছেদের খবর এখনও পর্যন্ত মেলেনি। তবে এর মধ্যেই আবার টিনসেল টাউনে কান পাতলে শ্রাবন্তীর নতুন প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে। ব্যবসায়ী অভিরূপ নাগ চৌধুরীর সঙ্গে নাকি প্রেম করছেন শ্রাবন্তী।

শোনা গিয়েছে, বিধানসভা ভোটের আগেই দু’জনের সম্পর্কের সূত্রপাত। শ্রাবন্তীর প্রচারসঙ্গীও নাকি ছিলেন অভিরূপ। শ্রাবন্তীর আবাসনেরই অন্য টাওয়ারে থাকেন ব্যবসায়ী। কিছুদিন আগেই অভিরূপ আবার হীরের আংটি পরা হাতের ছবি পোস্ট করে ফেসবুকে লিখেছিলেন, “জীবনের সবেচেয়ে গুরুত্বপূর্ণ মানুষটির থেকে পাওয়া উপহার…ধন্যবাদ।”

শোনা যায়, অভিরূপের জন্মদিনে তাকে এই বিশেষ উপহারটি দিয়েছেন শ্রাবন্তী। এতেই কি মনে আঘাত পেয়েছেন রোশান? তাই মদের আশ্রয়েই দুঃখ ভোলার চেষ্টা করছেন? এমন প্রশ্নই তুলছেন অনেকে। ইনস্টাগ্রামে আরও একটি ছবি শেয়ার করেছেন রোশান, যেখানে একটু কন্ডমের ছবি রয়েছে। এক পুরুষ সেই কন্ডমটি মহিলাকে দিচ্ছেন। আর তাতে ভ্রূণর অস্তিত্ব রয়েছে। এমন দৃশ্যেই লেখা হয়েছে, “ছবিটির মধ্যেই গভীর অর্থ লুকিয়ে রয়েছে।” ছবিটিকে গর্ভধারণের প্রতীক বলে মনে করছেন অনেকে। কিন্তু কার গর্ভধারণের কথা বলতে চাইছেন রোশান? এমন প্রশ্নও উঠছে নেটদুনিয়ায়।