শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নিবার্চন থেকে সরে দাড়ালেন সাজিথ প্রেমাদাসা
পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ১৯, ২০২২ , ৫:১১ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব
দিনের শেষে ডেস্ক : অর্থনীতি সংকটে জর্জরিত শ্রীলঙ্কা নতুন প্রেসিডেন্ট নির্বাচন হবে বুধবার। এর একদিন আগেই মঙ্গলবার শ্রীলঙ্কার প্রধান বিরোধী নেতা সাজিথ প্রেমাদাসা প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে সমর্থন জানিয়ে দেশটির প্রেসিডেন্ট নির্বাচন থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন। বার্তসংস্থা রয়টার্স মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। মনোনয়ন আনুষ্ঠানিকভাবে খোলার কয়েক মিনিট আগে প্রেমাদাসা টুইটারে বলেছেন, “আমার দেশের বৃহত্তর মঙ্গলের জন্য যাকে আমি ভালোবাসি এবং আমি যাদের লালন করি তাকে সমর্থন করে, আমি রাষ্ট্রপতি পদের জন্য আমার প্রার্থিতা প্রত্যাহার করে নিচ্ছি।”
সাজিথ আরও বলেন, আমাদের জোট এবং আমাদের বিরোধী অংশীদাররা সাবেক মিডিয়ামন্ত্রী দুল্লাস আলাহাপেরুমাকে বিজয়ী করার জন্য কঠোর পরিশ্রম করবে”। গত সপ্তাহে ব্যপক বিক্ষোভের মুখে দেশ থেকে পালিয়ে পদত্যাগ করেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। সাবেক প্রধান মন্ত্রী রনিল বিক্রমাসিংহে বর্তমানে শ্রীলঙ্কার অন্তরবর্তী প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন। নতুন প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে অন্যতম প্রার্থীও তিনি।