আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব, সারাবিশ্ব লীড শ্রীলঙ্কায় চার ভারতীয় জেলে আটক

শ্রীলঙ্কায় চার ভারতীয় জেলে আটক


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ২, ২০১৬ , ৩:৫১ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব,সারাবিশ্ব লীড


Fishermenঅনলাইন ডেস্ক: চার ভারতীয় জেলেকে আটক করেছে শ্রীলঙ্কার নৌবাহিনী। নেদুনথেভুর একটি ছোট দ্বীপের কাছে জাফনা এলাকা থেকে ওই জেলেদের আটক করা হয়। ওই জেলেরা ভারতের তামিল নাড়ুর বাসিন্দা। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

এ নিয়ে এক সপ্তাহে দুবার তামিল নাড়ুর মোট সাত জেলেকে আটক করেছে শ্রীলঙ্কার নৌবাহিনী।

এ সম্পর্কে ফিসারিজের সহকারি ব্যবস্থাপক সেকার বলেন পুদুকোত্তাই জেলার কোত্তায়পাত্তিনাম এলাকা থেকে বৃহস্পতিবার সকালে চার জেলেকে আটক করা হয়েছে। আটকের পর তাদের কাংগেসানথুরাই বন্দরে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।