ষোলশহরে বিদ্যুতের খুঁটিতে অগ্নিকাণ্ড
পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৩, ২০১৬ , ১০:৪৩ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়
চট্টগ্রাম: নগরীর ষোলশহর দুই নম্বর গেট এলাকায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে পুড়ে গেছে বিদ্যুৎ ও ক্যাবল টিভির (ডিশ) তার।
শুক্রবার সকাল সোয়া ছয়টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষের টেলিফোন অপারেটর মো. হুমায়ুন কবির জানান, দুই নম্বর গেট বড় কবরস্থান সংলগ্ন একটি বৈদ্যুতিক খুঁটিতে আগুন জ্বলতে দেখে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসে খবর দেয়। এরপর বায়েজিদ স্টেশন থেকে দুইটি গাড়ি ঘটনাস্থলে পাঠানো হয়। তারা সকাল পৌনে সাতটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
তিনি জানান, অগ্নিকাণ্ডে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বেশ কিছু বৈদ্যুতিক ও ক্যাবল টিভির তার পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের হিসেবে ২৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।