আজকের দিন তারিখ ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব সংক্রমণের গতি নিম্নমুখী, তবে প্রাণহানি কমছে না ভারতে

সংক্রমণের গতি নিম্নমুখী, তবে প্রাণহানি কমছে না ভারতে


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: মে ২৫, ২০২১ , ১১:৩২ পূর্বাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক : প্রাণঘাতী করোনাভাইরাসের তাণ্ডব থেকে নিস্তার পাচ্ছে না ভারত। দেশটিতে সংক্রমণের গতি নিম্নমুখী হলেও কমছে না প্রাণহানি। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় মৃত্যু হয়েছে আরও ৪ হাজার ৪৫৪ জনের। এ নিয়ে মহামারীতে ভারতে মোট প্রাণহানি ছাড়িয়েছে ৩ লাখ ৭ হাজার। নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে ২ লাখ ২২ হাজারের বেশি। এই মুহূর্তে দেশটির সক্রিয় সংক্রমিতের সংখ্যা ২৭ লাখ ২১ হাজারের কাছাকাছি। এ পর্যন্ত মোট আক্রান্ত ২ কোটি ৬৭ লাখ ৫২ হাজারের ওপর। ভারতে ১৯ কোটি ৮৪ লাখ মানুষের ওপর প্রয়োগ হয়েছে করোনা টিকা।