আজকের দিন তারিখ ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ বাউফলে মা-মেয়ে গণধর্ষন: দুই স্বেচ্ছাসেবকলীগ নেতা বহিস্কার

বাউফলে মা-মেয়ে গণধর্ষন: দুই স্বেচ্ছাসেবকলীগ নেতা বহিস্কার


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১৩, ২০১৬ , ২:৫৭ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


201বাউফল(পটুয়াখালী)প্রতিনিধি: বাউফলে সংখ্যালঘু মা ও মেয়েকে গণধর্ষনের ঘটনায় জড়িত স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে বহিস্কার করা হয়েছে। উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি হারুন অর রশিদ খান এর সত্যতা স্বীকার করেছেন।

বহিস্কৃতরা হলেন, নাজিরপুর ইউনিয়ননের রায় তাঁতেরকাঠি গ্রামের ১ নং ওয়ার্ডের সহ-সভাপতি নুর আলম মল্লিক (৩৫) ও সাংগঠনিক সম্পাদক আবদুর রহিম (৩০)।

আজ সোমবার ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের এক জরুরী সভায় এ সিদ্বান্ত নেয়া হয়।

উল্লেখ্য, গত শনিবার রাতে কাছিপাড়া ইউনিয়নের উত্তর কাছিপাড়া গ্রামের এক সংখ্যালঘু মা (৩৫) ও তার কলেজ পড়ুয়া মেয়েকে (১৭) জোরপূর্বক একটি ট্রলারে তোলে তেঁতুলিয়া নদীর চর ঈশানের কাছে নিয়ে গিয়ে ৬ দৃর্বৃত্ত গণধর্ষন করে।

এ সময় তাদের চিৎকারে কয়েকজন জেলে এসে মা ও মেয়েকে উদ্ধার করে এবং নুর আলম নামের এক ধর্ষককে হাতে নাতে আটক করে। অন্যান্য ধর্ষকরা নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় রোববার ৯ জনকে আসামি করে বাউফল থানায় একটি মামলা করা হয়। এ ঘটনার সাথে ওই দুই স্বেচ্ছাসেবক লীগ নেতারা জড়িত থাকার অভিযোগ পেয়ে জাতীয় সংসদের চীফ হুইপ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ স ম ফিরোজের নির্দেশে তাদেরকে বহিস্কার করা হয়।

একই সাথে তিনি আজ এ ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামীদের দ্রুত গ্রেপ্তারের জন্য বাউফল থানা পুলিশকে নির্দেশ দেন।